শনিবার (২৮ জানুয়ারি) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক রানা আহমেদের নির্দেশে আঠারোবাড়ি ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলটি আঠারোবাড়ি ছাত্রলীগের অফিস থেকে মশুরু হয়ে বাজারের কালি বাড়ি রোড হয়ে বিও সি মোর ও বাজার প্রদক্ষিণ করে আবার ছাত্রলীগের অফিসের সামনে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আঠারোবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. উজ্জল হাসান।
যুগ্ন আহবায়ক শেখ মো. আরমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সফল সাংগঠনিক সম্পাদক পৃথিরাজ বর্মন অন্তু, আঠারো বাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.মাসুদ রানা।
আরো বক্তব্য রাখেন- ছাত্রলীগের যুগ্নআহবায়ক যুগ্ম আহবায়ক আঠারো বাড়ি ইউনিয়ন শাখা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,আঠারোবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আল আমিন,মো.সোহানুর রহমান সোহাগ, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. শফিকুল ইসলাম, মো. সেকান্দর বাসার, মো. বিল্লাল হোসেন সহ প্রমুখ।
এসময় আঠারোবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।