কাজিপুরে পৌর আ’লীগের সংযোগী সংগঠনের কাউন্সিলকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

- আপডেট সময় : ০৭:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

আগামী ১১ ফেব্রুয়ারি সিরাজগন্জের কাজিপুর পৌরসভার সংযোগী সংগঠনের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ ও কৃষক লীগের কাউন্সিলকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি বিকেলে পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,পৌর মেয়র আঃলীগ নেতা আব্দুল হান্নান তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, যুব লীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলি আসলাম, ছাত্র লীগের সভাপতি ভারপ্রাপ্ত বেলাতুল ইসলাম শাওন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর আঃলীগের যুগ্ম আহবায়ক তাসির উদ্দিন তাসু,পৌর যুব লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পৌর আঃলীগের আহবায়ক নজরুল ইসলাম মন্টু।
অনুষ্ঠান টি পরিচালনা করেন পৌর আঃলীগের যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহা আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, ছাত্র লীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাজুসহ উপজেলা আঃলীগ ও পৌর আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।