বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ থানার শীতার্ত ও দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

রশিদুর রহমান রানা,শিবগঞ্জঃ
- আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ থানার শীতার্ত ও দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ- সোনাতলা) সার্কেল তানভীর হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
অনুষ্ঠান পরিচালনা করেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল।
উল্লেখ্য শিবগঞ্জ থানার ১০৭ টি পয়েন্টে পুলিশকে সহযোগিতায় যারা রাত্রীকালীন ডিউটি করে তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।