টাঙ্গাইলের নাগরপুরে এসএসসি ৯৩ ব্যাচের ৩০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এসএসসি ৯৩ ব্যাচ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজক কমিটির সভাপতি মো. সোলায়মান কবির এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে ৯৩ ব্যাচের সকল শিক্ষার্থী তাদের পরিবার বর্গ নিয়ে অংশ গ্রহণ করেন।
এতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হয়। ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রধান অতিথি এমপি টিটুকে সম্মাননা জানানো হয়। ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এসএসসি ৯৩ ব্যাচ।
অনুষ্ঠানে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার,চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল,নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির,নাগরপুর থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন, রাসেল খান যুগ্ম সাধারণ সম্পাদক গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগ মিজানুর রহমান লাভলু সহ ৯৩ ব্যাচের সকল শিক্ষার্থীরা ও বর্তমান এবং সাবেক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএসসি ৯৩ ব্যাচ উদযাপন কমিটির সাধরণ সম্পাদক মো. রিপন শিকদার।