বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
সাপাহারে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

গোলাপ খন্দকার,সাপাহার প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহারে মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখী সংঘর্ষে ফারুক হোসেন (৪০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে এবং আব্দুল বারিক (৩৫) নামের অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
মৃত মোটর সাইকেল চালক পত্নীতলা উপজেলার অর্জুনপুর ভাবুক গ্রামের জসিমউদ্দীন এর ছেলে ও আহত বারিক বাঁকরইল গ্রামের বাবুল হোসেন এর ছেলে বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি)হুমায়ন কবির জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার উপজেলার তেঘরিয়া মোড়ের অদুরে একটি ইট বোঝাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ওই মোটর সাইকেল চালক নিহত হয়। এবং মোটরসাইকেল আরোহী বারিক মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বারিকের অবস্থা আশংকজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।