বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রাজশাহী শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
৩ এপ্রিল (বুধবার) রাজশাহী শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতার শিল্পী সংস্থা রাজশাহী শাখার সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম বকুল, এটিএন বাংলার সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব ও মাই টিভির সাংবাদিক শাহরিয়ার অন্তু, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক লেডলি মোহন মৈত্র, সহ-সভাপতি কাবেরী সরকার, সহ-সভাপতি তহিদুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পাল অলি ও সহ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় সংগঠনের নেতৃবৃন্দ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানুষের মন জয় করাই হলো সফলতা।সেই সফলতাকে কাজে লাগাতে সৃজনশীল মনোভাবের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা আরো গণমুখী করতে হবে বলে অভিমত প্রকাশ করে।
এসময় নেতৃবৃন্দ রাজশাহীর সাংস্কৃতিক পরিধি আরো বিকশিত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন।