শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কুড়িগ্রামে হঠাৎ ঝড়ে নারীসহ আহত-৩

কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ ঝড়ে ঘর ভেঙে দোকানে পড়ে তিনজন আহত হয়েছে। এছাড়াও ঝড়ে উপজেলার রমনা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ভেঙে যাওয়ারও খবর পাওয়া গেছে।

শনিবার (২৩ মার্চ) সাড়ে ৫টার দিকে উপজেলার রনিরমোড় নামক এলাকায় এ আহতের ঘটনা ঘটে। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক। আহতরা হলেন, সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮) ও সত্যজিত রায় (৬০)। স্থানীয়রা জানান, হঠাৎ করেই সন্ধ্যার আগে চিলমারীতে ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী হয়। এসময় উপজেলার রনিরমোড় এলাকায় টিন সেট বিল্ডিং ঘর ভেঙে একটি দোকানে পড়ে। সেসময় দোকানে থাকা তিনজন আহত হয়। পরে আহতের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, চিলমারীতে সাড়ে ৫টার দিকে হঠাৎ ঝড়ে তিনজন আহত হওয়ার খবর পেয়েছি আমরা। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারীতে না, ঝড় জেলার বিভিন্ন এলাকায় হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে কুড়িগ্রামে আর ঝড় হওয়ার সম্ভাবনা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =


অফিসিয়াল ফেসবুক পেজ

x