শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পের ১০টি পরিবারের ২০ টি ঘর পুড়ে ছাই

নাটোরের সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০টি পরিবারের মোট ২০ টি ঘর ও দুইটি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে।এ সময় ঘরে থাকা নগদ টাকা টাকাসহ প্রায় ১৮ হতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আর্দশ গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ আগুনের ঘটনা ঘটে।সিংড়া ফায়ার সার্ভিস লিডার নিশ্চিত করেছেন।

খবর পেয়ে নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস লিডার মোঃ কামরুজ্জামান জানান, দুপুরে সিংড়া চামারী ইউনিয়নের আর্দশ গ্রামের আশ্রায়ণ প্রকল্পের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।এতে মুহূর্তেই ১০টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।পরে খবর পেয়ে নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুনে ১০টি বাড়ি মোট ২০ টি ঘর ভস্মীভূত হয় এবং গোয়াল ঘরে থাকা দু’টি গরু পুড়ে মারা যায়।সেই সাথে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ হতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।এছাড়া আশপাশের আরও সাতটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

উপজেলার ৫নং চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, দুপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।এতে মুহূর্তেই আশপাশের ১০টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।বর্তমানে পরিবারগুলো একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিংড়ার মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x