বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে আবির হাসান (৮) নামের এক স্কুল ছাত্র।
সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির বানাইল (রাঙ্গামিটিয়া) গ্রামের শাহেন শাহ মন্ডলের ছেলে।সে স্থানীয় স্বপ্ন সোপান স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, আবির বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলে যাবার সময় রাস্তা বন্ধ করে গাড়ী থেকে ইট নামানো (বগুড়া ড ১১-১১০০) ট্রাকের পিছনে সে দাড়িয়ে থাকে।ইট নামানো শেষে ট্রাকটি পিছনে সরিয়ে আনার সময় দাড়িয়ে থাকা আবিরকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়।দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।