ব্যতিক্রমী আয়োজনে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনূরের জন্মদিন পালিত হয়েছে।
বিশেষ এই দিনটিতে প্রতিবারের মতো এবারও কোমলপতি শিশুদের সাথে জন্মদিন পালন করেছেন তিনি।
জন্মদিন প্রসঙ্গে শাহনূর বলেন, ১০ই ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল।যদিও ৭ ই ফেব্রুয়ারি থেকে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।জন্মদিনটা আমি সবসময়ই পথশিশু, প্রতিবন্ধী বাচ্চা এবং বৃদ্ধাশ্রমে তাদের সাথে করতে আমি বেশি স্বাচ্ছন্দ বোধ করি।আমি খুবই সামান্য একজন মানুষ।আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ এবং কৃতজ্ঞ।আমার জন্মদিনে যারা আমাকে ফোন করে, হাজার হাজার এসএমএস করে, ফেসবুকে পোস্ট দিয়ে অথবা আমার বাসায় এসে উইশ করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি।আমার ফেসবুক এবং মেসেঞ্জারে যারা যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারিনি বা অনেকের উত্তর দিতে পারিনি।আপনারা সবাই ক্ষমা সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন।কারন আমি ছোট ছোট সোনামণিদের সাথে ছিলাম।সারাটা দিন ওদের সাথেই কাটিয়েছি।আমার ফোনটা অনেক সময় আমার হাতে ছিল না, সেজন্য ফোনটা রিসিভ করতে পারিনি, তাই আমি দুঃখিত।যারা আমাকে উইশ করতে পারেননি, বা ইচ্ছা করেই উইশ করেননি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।আমি যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, মানুষের সেবা করে যেতে পারি।