দেশ বিদেশে ঘটে যাওয়া সংবাদ, দ্রুত পাঠকদের মাঝে পৌঁছে দিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সম্পাদনায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে উপশহর পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইন-শৃঙ্খলা বানিহীর পাশাপাশি লিখনির মাধ্যমে সাংবাদিকেরাও সহযোগিতা করেন। মানুষকে সচেতন করতে বা দুর্ঘটনা প্রবণ এলাকা উল্লেখ করে অনলাইন পত্রিকায় প্রকাশ করলে এটি দ্রুত নিরসন হয়।
সড়কে চাঁদাবাজি করলে কাহারো ছাড় হবে না। আশা করি, নিরাপদ নিউজের জেলা ও উপজেলার প্রতিনিধিরা নিরপেক্ষ খবর পরিবেশন করবেন। কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, প্রকৃত সত্য তুলে ধরবেন। একই সঙ্গে তিনি ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিরাপদ নিউজের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা এডিশনাল (ট্যাফিক এসপি) সুমন রঞ্জন সরকার, হাইওয়ে সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। পরে নিরাপদ নিউজের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মৃতিচারণ করে রাখতে কেক কর্তন ও অসহায় দুঃস্থ চালকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, নিরাপদ নিউজের মহাস্থান প্রতিনিধি ও নিসচা বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও নিসচা উপজেলার সভাপতি রশিদুর রহমান রানা, নিসচা বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন ডলার, নির্বাহী সদস্য ডাঃ আবু রায়হান, আমিন ইসলাম, আব্দুল গফুর, মিটন আকন্দ, দুপচাঁচিয়া নিসচা উপজেলা শাখার সাধারন সম্পাদক, শিবগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আসাদ আলী প্রমূখ।