বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সাংসদ মানিককে মন্ত্রী পরিষদে দেখার দাবী

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সংসদীয় আসন সুনামগঞ্জ-(০৫) ছাতক-দোয়ারাবাজার।এই অঞ্চলে ছিল মুক্তিযুদ্ধের ৫নং সেক্টরের সদর দপ্তর।জেলার মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই এলাকায়।

জানা যায়, ১৯৭০ সালে এই আসন থেকে এমএনএ নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আব্দুল হক।তিনি মুক্তিযুদ্ধে ৫নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন।দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন দিনের মাথায় (১৯ ডিসেম্বর) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন অ্যাডভোকেট আব্দুল হক।মুক্তিযুদ্ধের অসংখ্য গণকবর-গণহত্যার স্মৃতি বিজড়িত এ অঞ্চল থেকে ১৯৯৬ এর পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ থেকে কোনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি।

১৯৯৬ সালে এ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।এ পর্যন্ত তিনি পাঁচ বার এ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরো জানা যায়, স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে এ আসন থেকে কখনো কোনো সংসদ সদস্য সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদের হুইপসহ কোনো পদেই আসীন হননি।তবে এবার বুক ভরা আসা নিয়ে ছাতক-দোয়ারাবাজার এলাকার ৭ লাখ মানুষ প্রত্যাশার প্রহর গুনছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিকট সাধারন মানুষ ও তৃণমুল আওয়ামী লীগ নেতা কর্মীদের জোর দাবি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সরকারের মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে মনোনীত করবেন।

এ বিষয়ে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক ও ছৈলা-আফজালাবাদ ইউপি চেয়ার‌্যমান গয়াছ আহমদ, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোরদাবী জানাচ্ছি, বিনয়ী, শান্তিপ্রিয়, স্বজন ও ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে মন্ত্রী পরিষদের সদস্য করে মুল্যায়িত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twenty =


অফিসিয়াল ফেসবুক পেজ

x