বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি)’র সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার শীতার্ত ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ১০০ জন দুস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, সীপকস রাজশাহীর সহ সভানেত্রী তানিয়া নূর, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদিকা নাহিদা ইয়াসমিন পপি ও কোষাধ্যক্ষ শান্তা খাতুনসহ আরো অনেকেই।