পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে এক রাখাল বালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রাখাল বালকের নাম শাকিল (১৭)। সে বোহাইল ইউনিয়নের চরধারাবর্ষা উওরপাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে। এ ঘটনায় গৃহস্থের ছেলে দুলাল খান (২১)নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।স্হানীয়রা জানান, রোববার রাতে প্রতিদিনের মতো গৃহস্থের বাড়িতে খাবার শেষে শাকিল ঘুমিয়ে পরে। শাকিল দুর্গম চরের ধারাবর্ষা উওর পাড়া গ্রামের লোকমান খানের বাড়ীতে বাৎসরিক রাখাল শ্রমিক হিসেবে কাজ করতো। পরদিন (সোমবার) সকালে অনেক ডাকা ডাকির পরেও ঘুম থেকে জেগে না উঠলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করেন।পুলিশ জানায়, তার বুকের ডান পার্শে কালো দাগ ছিলো। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। গৃহস্হ লোকমান খানের ছেলে দুলাল খানকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান,ময়না তদন্তের রির্পোট না আসা পর্যন্ত কোন কিছু সঠিক করে বলা যাচ্ছেনা। ঘটনার তদন্ত চলছে।