পাভেল মিয়া ,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগেও ইউএনও মো. তৌহিদুর রহমান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার, ৩ বান্ডেল ঢেউটিন, ৯ হাজার টাকা সহায়তা দিয়েছিলেন। সেসময় ইউএনও, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই গ্রামের মৃত হাবিবর রহমান প্রামানিকের ছেলে ছোট্র একটি টিনের ঘরে নিজের পরিবারের সদস্যসহ গবাদি পশু একই ঘরে থাকতেন। সম্প্রতি বৃষ্টির দিনে ওই ঘরে রান্নাবান্না শেষে অসাবধান বশত চুলা থেকে ঘরে আগুন লেগে যায়। সে সময় বাদশা মিয়ার মেয়ে সুমি আক্তার (৯) ঐ ঘরেই ছিলো। প্রতিবেশীরা ঘরে আগুন নেভানোর পর অগ্নিদগ্ধ অবস্থায় সুমিকে উদ্ধার করেন। পরে সুমিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করালে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনা উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে ক্ষতিগ্রস্ত বাদশা মিয়াকে গতকাল এ সহায়তা প্রদান করেন।