শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

পাইকগাছা-কয়রাবাসীর উদ্দেশ্যে নৌকার মাঝি রশিদুজ্জামানের খোলা চিঠি

“আসসালামু আলাইকুম সালাম ও শুভেচ্ছা নিবেন প্রাণপ্রিয় পাইকগাছা-কয়রাবাসী, সকলকে সালাম এবং শুভেচ্ছা।আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা আমার জানা নেই।কারণ আপনাদের কারণেই আমি আজকের আমি।বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সবার মত নিজের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সময় যখন আমার এসেছিল তখন আপনাদের ভালভাষা আমাকে বেধেছিল এক অবিচ্ছেদ্য মায়াজালে; ছিড়তে পারিনি আজও সেই মায়ার বাধন।আপনাদের ভালবাসা আমাকে টেনে নিয়ে গেছে অনাহারির ঘরে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মিছিলে।প্রকারান্তরে রাখতে পারিনি নিজের ঘরের খবর, হাড়ির খবর।আমার পরিবার, বিশেষ করে কণ্যাত্রয় আপনাদের আর সকলের সন্তানের মতই অপেক্ষা করেছে আমার জন্য রাতের পর রাত জেগে আমার বাড়ি ফেরার পথ চেয়ে, কিন্তু ফিরতে পারিনি কোন দিন, পারিনি আপনাদের আর সকলের মত বুকে জড়িয়ে নিজের সন্তানকে নিয়ে পারিবারিক সুখের সময় পার করতে।

অপেক্ষা করতে করতে পিতৃস্নেহ বঞ্চিত হওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে।সেই দিনটির কথা আমি ভুলতে চেষ্টা করেছি আপনাদের ভালবাসায় যে দিনটি আমি প্রথম বাবা হওয়ার খবরটি পেয়েছিলাম কারাগারের লোহার প্রকোষ্ঠে বসে।খুব কষ্ট লেগেছিল আমার প্রথম সন্তানের জন্য যে দিন সে তার বাবার প্রথম স্পর্শটি থেকে বঞ্চিত হয়েছিল আমার কারাবাসের কারণেই।

আশায় বুক বেধেছিল আমার পরিবার তথা সন্তানেরা এই ভেবে যে, তাদের পিতা এক সন্তানকে বঞ্চিত করেছে তার লাখো পাইকগাছা-কয়রা বাসীর ভাগ্য পরিবর্তনের জন্য।লড়াইয়ের সাথিরা, মিছিলের এবং শ্লোগানের সাথিরা আমার পথ চলার প্রেরণা হয়ে থেকেছে সব সময়।

আর সেই প্রেরণাই আমাকে নির্বাচনের সাহস যুগিয়েছে।আমি বিত্তবান, তবে ধনে নয়, বিত্তবান আপনাদের ভালবাসায়।সারাজীবন অসাম্প্রদায়িক রাজনীতির চর্চাই আমার ব্রত।চেষ্টা করেছি নিজের সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবার।চলার পথের ভ্রান্তি নিয়ে আমি দুশ্চিন্তায় থাকিনি কখনোই, কারণ আমার আপন মানুষ আপনারা নিশ্চয়ই আমার উদ্দেশ্য নিয়ে ভুলবুঝবেন না।

পথ চলতে চলতে জীবনের ৪৫ টি মূল্যবান বছর কখন যে এই রাজনীতির ময়দানে আপনাদের সাথে পার করেছি তা বুঝতেই পারিনি।অকালে চুলের একটিও আজ আর হয়তো অবশিষ্ট নেই পাক ধরতে, কমতে শুরু করেছে শরীরেরও বল, কেবল কমেনি আপনাদের কাছ থেকে পাওয়া মনের বল।

আজও আমি স্বপ্ন দেখি আপনাদের পাশে থেকে একটি ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, মাদক এবং দূর্ণিতি মুক্ত কয়রা-পাইকগাছার।সময় এসেছে জেগে ওঠার।

আগামিকালের নতুন সূর্যকে শপথ করে আসুন এই নির্বাচনে আপনার, আমার, সকলের প্রিয় নৌকা প্রতিকে আমাদের সকলের মূল্যবান ভোট প্রদান করে আমাদের সকলের স্বপ্নের কয়রা-পাইকগাছাকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 19 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x