শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় অনুষ্ঠিত সারিয়াকান্দিতে বিশ্ব মা দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মালদ্বীপ সিআইপি সোহেল রানা’র টিউবওয়েল উপহারে আনন্দিত এলাকাবাসী

গ্লোবাল রিচ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব সোহেল রানা, বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে টানা ৪র্থ বার সিআইপি মনোনিত হয়েছে মালদ্বীপ থেকে।

সিআইপি আলহাজ্ব সোহেল রানা দেশের প্রত্যন্ত এলাকায় কিছু অসহায় মানুষ আছে, যাদের কাছে একটি টিউবওয়েল স্থাপন করার মতো সামর্থ্য নেই।তারা দিনের পর দিন অন্যের বাড়ি থেকে পানি এনে পান করেন।

তেমনি চাপাইনবয়াবগঞ্জের বানু বেগম, খাইরুল ইসলাম, আলতয়ারা বেগম, এবং নিজাম উদ্দিন এর বাড়িতে টিউবওয়েল না থাকায় অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসেন।এমন একটি তথ্য সোহেল রানার কাছে আসলে তিনি দ্রুত তাদের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেন এবং কাজটি সম্পন্ন করেন।

টিউবওয়েল পাওয়া অসহায় মানুষগুলো অনুভূতি প্রকাশ করে বলেন, অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসতে খুব কষ্ট হতো। স্থানীয় একজন ভাইয়ের মাধ্যমে আমাদেরকে টিউবওয়েল বসিয়ে দিয়েছে মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সোহেল রানা।এখন থেকে ঠিক মতো নামাজের জন্য অজু করতে পারবো পানি খেতে পারবো আমরা খুব খুশি হয়েছি।আল্লাহ পাক তাহার নেক হায়াত ও কামাই রুজিতে বরকত দিক সবসময় এই দোয়াই করবো।

সিআইপি আলহাজ্ব সোহেল রানা বলেন, আমি চাই এমন মানুষগুলোর জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে।আমার এ সামাজিক কর্মকাণ্ড একটি চলমান প্রক্রিয়া।টিউবওয়েল দেওয়ার পাশাপাশি যখনই মানুষের অসহায় জীবনের কথা শুনেছি তখনই চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার।

তিনি দেশে ও প্রবাসে সকলের কাছে দোয়া চেয়েছেন।তিনি বলেন, সবাই দোয়া করবেন আমি যেন এ কাজ চালিয়ে যেতে পারি সবসময়।

তিনি আরও বলেন, সামনে মসজিদ নির্মাণ সহ বেশ কিছু সামাজিক কাজের আশ্বাস দিয়েছি মানুষকে।

উল্লেখ্য, টিউবওয়েল না থাকায় বহুদিন ধরে অসহায় মানুষ গুলোর খাবার পানির অনেক টা কষ্টে ছিল।অন্যের বাড়ি থেকে প্রতিদিন খাবার পানি সংগ্রহ করতে হতো তাদেরকে।বিষয়টি স্থানীয় কারও নজরে না এলেও, এসেছে মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী সিআইপি আলহাজ্ব সোহেল রানার।তিনি বিষয়টির সত্যতা জানার পর চাঁপাইনবাবগঞ্জ এর কয়েকটি গ্রামে টিউবওয়েল উপহার দিয়েছেন।আর এই টিউবওয়েল পেয়ে আনন্দে আত্মহারা তারা।সোহেল রানার উপহারের মাধ্যমে এতদিনের কষ্ট লাঘব হলো তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =


অফিসিয়াল ফেসবুক পেজ

x