বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২ মান্দায় মহান মে দিবস পালিত মে দিবসে খাবার স্যালাইন,ক্যাপ ও পানি বিতরণ করল রাজশাহী শিক্ষা বোর্ড জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন সারিয়াকান্দিতে দর্জি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালী ও শ্রমিক সমাবেশ সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে কুতুবপুর গ্রামের বাসিন্দা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

স্বাভাবিক জীবনে ফিরেছে জাহিদ

মাদক নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়তা ও অবদান রাখায় কোতোয়ালি মডেল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

তার উদ্যোগে আয়োজিত মাদক প্রতিরোধে সচেতনতা সভা, বিতর্ক প্রতিযোগিতা, পথসভা, মাদকবিরোধী গানসহ নানা উদ্যোগে ব্যাপক সাফল্য এসেছে।মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি গত কয়েক মাসে ২শতাধিক মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি।

জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর নির্দেশনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ জনসাধারণের সেবায় পুলিশ আরো আন্তরিক হয়ে কাজ করছে কোতোয়ালি পুলিশ।

তারই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল আকন্দ, (পিপিএম বার) জানান, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় টাউন হলের মোরে ভিআইপি ডিউটি চলাকালীন সময় ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তার উপর হঠাৎ করে জাহিদ হাসান নামে একজন মাদকাসক্ত মানসিক রোগী হামলা করে।এতে করে ওই ট্রাফিক কর্মকর্তা আশেপাশে থাকা লোকজনের সহযোগিতায় তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দর নিকট মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনাটি অবগত করেন এবং পুলিশ পাহারায় তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেন।অতঃপর অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, তার সাথে কথাবার্তা বললে তার আচরণ অস্বাভাবিক মনে হয় বলে মনে করেন।

জাহিদের পিতাঃ কবির হোসেন এবং জাহিদের স্ত্রী আরিফা আক্তার সুবর্ণা থানায় হাজির হয়ে জানান, জাহিদকে চিকিৎসার জন্য ময়মনসিংহ পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।হঠাৎ করে লোক চক্ষুর আড়ালে জাহিদ হাসপাতাল থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়।এ সময় তাকে খোঁজাখুঁজি করেও কোথায় না পাওয়া যাওয়ার পর লোকমুখে শুনতে পারেন কর্মরত পুলিশের উপর আক্রমণ করায় তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।তাৎক্ষণিক কোতোয়ালী মডেল থানা হাজির হয়ে জাহিদের মাদক জনিত মানসিক অসুস্থতার কথা পুলিশকে অবহিত করেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দর তাৎক্ষণিক মাদক জনিত মানসিক রোগী জাহিদের চিকিৎসার জন্য বিভাগীয় ময়মনসিংহ শহরে অবস্থিত ঠাঁই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক সোহেল আরমান এর মুঠোফোনে যোগাযোগ করেন এবং ভর্তির পরামর্শ দেন।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) এর সঙ্গে সাক্ষাৎ করলে, তাকে আর্থিক সহযোগিতা সহ ভালো থাকার পরামর্শ দেন।পাশাপাশি ঠাঁই মাদকাসক্ত নিয়াময় কেন্দ্রের পরিচালক, কাউন্সিলর, ডাক্তার সহ সকল স্টাফ ও ভলেন্টিয়ারদের আন্তরিক ধন্যবাদ জানান।

স্থানীয়রা জানান, ওসি শাহ কামাল আকন্দের উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।আগে যারা মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।এছাড়া তারা যেন পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে না পড়েন সেজন্য কোতোয়ালী মডেল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।

জাহিদের পিতা কবির হোসেন জানান, দীর্ঘদিন ধরে জাহিদ মাদকের বেচাকেনা ও সেবন করেছেন।এতে সর্বস্ব হারিয়ে আজ তিনি নিঃস্ব।মাদকের কারণে পরিবারও ছিন্নভিন্ন।দেরিতে হলেও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের সহযোগিতায় গত কয়েক মাস ধরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে চেলে জাহিদ।এখন সে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন।

জাহিদের স্ত্রী আরিফা আক্তার সুবর্ণা আরও জানান, নেশা তাদের অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন।নানা অপরাধে জড়িত ছিলেন জাহিদ।কোতোয়ালী মডেল থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাদক ছাড়তে সক্ষম হয়েছে সে।খারাপ কাজও ছেড়ে দিয়েছেন।এখন তারা সুখে-শান্তিতে সংসার চালাচ্ছেন।অশান্তির জীবন ছেড়ে পরিবার নিয়ে কিছুটা হলেও শান্তিতে জীবন অতিবাহিত করার চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + two =


অফিসিয়াল ফেসবুক পেজ

x