“দশ পেরিয়ে এগারোতে পদার্পন,সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জানুয়ারী সোমবার সকালে উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুকের আয়োজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টুর সভাপতিত্বে,সাংবাদিক রাসেল সরকার ও জাকারিয়া মাহমুদের সঞ্চালনায় শাহজাদপুর উপজেলা হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার ভুমি লিয়াকত সালমান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব মিলন, সহকারী আসমত রানা, প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন, লাইফ হাসান চৌধুরী, সাংবাদিক মুমিদুজ্জামান জাহান, সাগর বসাক, মামুন রানা, আব্দুল কুদ্দুস, কোরবান আলী লাভলু, মির্জা হুমায়ুন,আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম পলাশ, নয়ন ইসলাম, মিঠুন বসাক, বাবুল হাসান, রওশন আলম, মিলন মাহফুজ, শাহান আলী, রাজা শেখ, রাকিব হাসান, নুপুর কুমার রায়, সেলিম রেজা সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রেণি পেশার মানুষ।