মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে ইমরান হোসেন অপুর প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আসন্ন উপ-নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন মেছড়দিয়া গ্রামের ছেলে ইমরান হোসেন অপু।
গতকাল ২২ জানুয়ারি রাত ৮ টার সময় মেছড়দিয়া গ্রামে মোহন মাতুব্বরের বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মির্জা হিজবুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহন শেখ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জহুর মৌলিক, আজগর সরদার, হাজি আব্দুল সালাম, দুলাল খান, আকবর খান, মোহন শেখ, আমিন শেখ, লতিফ মৌলিক, লিটন খান ও প্রার্থীর পিতা কাদের মোল্লা এবং সাংবাদিক মেহেদী হোসেন পলাশ সহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে ইমরান হোসেন অপুর প্রশংসা করে বলেন, অপু অত্যন্ত নম্র ভদ্র ভালো ছেলে, অপু তরুণ সৎ ও মেধাবী, নানাবিদ প্রতিভার অধিকারী, একারনেই অপুকে উপনির্বাচনে কাউন্সিলর হিসেবে বিজয়ী করতে হবে।
অপু তার বক্তব্যে বলেন,কাউন্সিলর নির্বাচিত হলে কিভাবে এলাকার উন্নয়ন করতে হবে ও জনগণের সেবা প্রদান করতে হবে ইতিমধ্যেই সেই পরিকল্পনা তৈরি করে ফেলেছেন।তাই তাকে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।