সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের মানবিকতা

- আপডেট সময় : ০৪:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে

প্রচন্ড ঠান্ডায় ঘন কুয়াশা ভেদ করে গভীর রাতে অসহায়দের বাড়িতে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ।
গত দুই সপ্তাহ ধরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মেম্বার ও সুধীজনদের সহায়তায় প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রোববার দিবাগত রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের কমপক্ষে ৫০ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, ভাটিকাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান লেলিন প্রমূখ।
কম্বল বিতরণের এই ধারাবাহিকতাকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।
উপজেলা নিবার্হী অফিসার জানান, অসহায়দের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ এই দায়িত্ববোধকে মহৎ কাজ মনে করছেন।
তিনি বলেন,এতে করে প্রকৃত হকদারগণ শীতবস্ত্র পাচ্ছেন।পাশাপাশি মানবিকতার এই কাজটিকে তিনি তৃপ্ত ও আনন্দদায়ক মনে করছেন।