শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কাজিপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ” ২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার ২২ জানুয়ারি ২০২৩ খ্রিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকালে আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ তোজাম্মেল হক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম রেজা।

পরে প্রধান অতিথি ডাঃ মোমেনা পারভীন পারুল শিশুকে কৃমি নাশক ওষুধ খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়,পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২২ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত (৫-১৬) বছরের সকল শিশুকে একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।সেই সাথে উপজেলার ১২ টি ইউনিয়নে ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৫৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে কৃষি নাশক ওষুধ খাওয়ানো হবে।

তিনি এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x