জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু।এদের রুখতে দেশের যুব সমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।এ সময় এনামুল ইসলাম রুবেল হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, সামনে জাতীয় নির্বাচন।আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা, এ চেতনায় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি।এ চেতনাকে বাঁচিয়ে রাখতে যুব সমাজকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন।সারাবিশ্বে এখন অস্থিরতা, যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি।এ যুদ্ধের শেষ কোথায় আমরা জানি না।যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, সমাধান হচ্ছে না।
এ অস্থিরতা, অশান্তি থেকে বিশ্ব ও দেশকে রক্ষায় দেবী দুর্গার কাছে বেশি করে প্রার্থনার আহ্বান জানান এনামুল ইসলাম রুবেল।
দুর্গাপূজা উপলক্ষে এনামুল ইসলাম রুবেল সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় পার্টির (জেপি) পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সহসভাপতি ব্যারিস্টার আলবার্ট বাড়ই, মনজুর এলাহী, দিবস তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মো. আল আমিন ও সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল আলম সোহাগ প্রমুখ।