নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে হারুন অর রশিদ (৫৫) নামের এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত হারুন অর রশিদ উপজেলার মহিনগর গ্রামের মৃত হানিফের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় শনিবার বিকালে মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামের হারুন অর রশিদ একটি বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নওগাঁ – ধামইরহাট আঞ্চলিক সড়কের কালুশহর-মুগরইল নামক স্থানে পৌঁছালে এসময় মহাদেবপুর হতে নজিপুর অভিমুখি ঢাকা চ ৩৫২৫ নং একটি যাত্রীবাহী বাস আনুমানিক ৪ টার দিকে তাকে প্রতমে ধাক্কা ও পরে চাপা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন হারুন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করেছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে একজন বাইসাইকেল আরোহী নিহতের সংবাদ পেয়ে সাথে সাথেই সঙ্গীয় পুলিশ ফোর্সসহ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।