দুর্গাপুরে শহীদ জিয়ার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি’র প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুর্গাপুর পুরাতন ব্রীজের পাশে শুক্রবার বিকাল ৪ টার সময়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমরুজ্জামান আয়নাল ও দুর্গাপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি এস,এম, আকবর আলী বাবলু,দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল,নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান,দুর্গাপুর পৌর শাখা জিয়াপরিষদের সভাপতি জিয়াউল হক রতন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ,মোঃ আলমগীর হোসেন, দুর্গাপুর উপজেলা যুবদলের আহবায়ক চয়েন উদ্দিন শেখ, সদস্য সচিব মাইনুল হক, দুর্গাপুর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, মোঃ মজনুর রহমান, রাজশাহী জেলা প্রজন্ম ৭১ দলের সদস্য সচিব জয়নাল আবেদীন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি ইমন আহম্মদ সুমন, ছাত্র নেতা মামুনুর রশীদ, মোঃ সাকিব, উপজেলা ও পৌরসভার বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।