বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেন গাইবান্ধা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।
সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালে বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মো. রিগেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরুল হুদা মাহমুদ, সদস্য মশিউর রহমান, আশরাফুর রহমান সেলিম, মতিয়ার রহমান, রেজাউল করিম, আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, জাকির হোসেন জুয়েল, ফিরোজুল ইসলাম, মোখলেছুর রহমান, আব্দুল করিম মিয়া, মাজহারুল মান্নান, মজিদুল ইসলাম, জাহিদ হাসান মিলন প্রমুখ।
বক্তারা সরকারি কলেজে কর্শরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।সেইসাথে দাবি না মানলে আরো কঠিন আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।