বগুড়া সারিয়াকান্দি উপজেলায় শাহাজাদী আলম লিপির পক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার ভেলাবাড়ি ইউনিয়নের ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এলাকাবাসীর আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি। এসময় তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরেন। সুধী সমাবেশে ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড সাবেক মেম্বার আবদুর রশিদ মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমনের সঞ্চালনায় ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারি শিক্ষক বাবলু, ভেলাবাড়ি ইউনিয়ন যুগ্ন সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার আব্দুল রাজ্জাক প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, জামাল,মহিতুল্লা মুন্সি, বাক্কা, খালেকসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এরপর সন্ধ্যার পর সোনাপুর মোড়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তার লিফলেট পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।