সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নে শাহাজাদী আলম লিপির উঠান বৈঠক

- আপডেট সময় : ০৯:১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

বগুড়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার কাটাখালী মধ্যপাড়া গ্রামবাসীর আয়োজনে উঠান বৈঠকে প্রাক্তণ সেনা সদস্য মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি। এসময় তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরেন।এসময় কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক বাবলু,বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর,সমাজ সেবিকা শাহিনা বেগম বেলি,সুরুতজ্জামান, যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম রনি, উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমনসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।