সিরাজগঞ্জের কাজিপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়।
সোমবার (১৬ই জানুয়ারি) সকালে কাজিপুর উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন,জেলা পরিষদের সদস্য জুই পারভীন,উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাসান মাহমুদুল হক, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,ক্ষেত্র সহকারী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন প্রমুখ।
এসময় ২০জন জেলেকে গবাদিপশু বিতরণ করা হয়।