জাতীয় শিক্ষা সপ্তাহে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মৌলভীবাজার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম।
সোমবার (২৯ মে) সিলেট বিভাগীয় কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালকের যৌথ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
মাদরাসা শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনে বিশেষ ভুমিকা, প্রশাসনিক দক্ষতা সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভুমিকা রাখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনীত করা হয়।
মুফতি মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম এবিষয়ে বলেন, সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান প্রধান (মাদরাসা) নির্বাচিত হওয়ায় আমি মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর মৌলভীবাজার সদর উপজেলা, জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ের গঠিত আহবায়ক, সদস্য সচিবসহ কমিটির অন্যান্য বিচারক মন্ডলীর সদস্যবর্গের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার গভর্নিং বডি, ছাত্র শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা জানাই যাদের উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতায় বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি।যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমি এ মাদরাসায় শিক্ষক হিসাবে যোগদান করেছিলাম উনাদের মাঝে আজ অনেকেই পৃথিবীতে বেঁচে নেই মহান আল্লাহর দরবারে উনাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন প্রত্যেকের পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।
তিনি আরো বলেন, আমার এ অর্জনে যে বা যারা পরামর্শ, উৎসাহ-উদ্দীপনা ও সহযোগিতা করেছেন, অভিনন্দন জ্ঞাপন করেছেন ও আমার জন্য খাস করে দোয়া করছেন সকলের পরিপূর্ণ সুস্থতা, নেক হায়াত কামনা সহ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উত্তরোত্তর উন্নতির জন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মাদরাসা কর্তৃপক্ষ তাঁর এ অর্জনে মৌলভীবাজার সিলেট বিভাগীয় পর্যায়ের নির্বাচক মন্ডলীর আহবায়ক ও সদস্য সচিবসহ নির্বাচক মন্ডলীকে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ছাত্র শিক্ষক ও গভর্নিং বডির পক্ষ থেকে অভিনন্দন জানান।