ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ও স্কিল ডেভলপমেন্ট বিষয়ক সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এ্যাসোসিয়েশনের (আই ইউ মুনা) ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসি থেকে আনন্দ র্যালি বের করে সংগঠনটি।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এসময় পরস্পরের মধ্যে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পরে বিশ্ববিদ্যালয় লেকে পিকনিকের আয়োজন ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি রাসেল মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সাইমন,ডিরেক্টর অব ফাইনান্স নাজমুস সাকিব, ডিরেক্টর অব ব্রান্ডিং এন্ড প্রমোশন আহমেদ জুবায়ের, ডিরেক্টর অব সোশ্যাল আয়েশা বিনতে রাশেদ তিথিসহ এক্সেকিউটিভ মেম্বারস, জেনেরাল মেম্বারস এবং এসোসিয়েট মেম্বাররা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির সভাপতি রাসেল মুরাদ ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান সংগঠনের কার্যক্রম, অগ্রগতি, অর্জনসহ নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।