শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রাণীশংকৈলে জাতীয় কবি নজরুলের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্টীর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী গতকাল শনিবার (২৭ মে) ১৩ জ্যৈষ্ঠ বাংলা ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে এদিন রাত ৮ টায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ কনফারেন্স রুমে নজরুলের উপর আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষড়জ শিল্পীগোষ্টীর সভাপতি প্রভাষক রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লেখক ও গবেষক ড. মাসুদুল হক।

বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, লেখক কবি সাহিত্যিক ও প্রেসক্লাব পুরাতনের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, জাপা যুগ্ম আহবায়ক আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা কবি নজরুলের উপর বিভিন্ন তথ্যবহুল বক্তব্য তুলে ধরেন।

শেষে ষড়জ শিল্পীগোষ্টীর আয়োজনে মনোজ্ঞ কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 20 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x