দেবীদ্বার বরকামতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

- আপডেট সময় : ০২:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

গতকাল ২৬ মে শুক্রবার সন্ধ্যায় নগরীর রাজগঞ্জস্থিত ডায়না হোটেল এর তৃতীয় তলায় কুমিল্লার দেবীদ্বার উপজেলাধীন ১৫নং বরকামতা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির ১ম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, গত ১৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবীদ্বার উপজেলা শাখার আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন এবং সদস্য সচিব মোঃ কাজী মাসুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট আবু মুছা ভূঞাকে আহ্বায়ক এবং মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দেবীদ্বার ১৫ নং বরকামতা ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠিত হয়।
ওই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন, মোঃ মুজাম্মেল হক এবং যুগ্ম আহ্বায়ক হলেন মোঃ মোতাহের হোসেন, মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া, মোঃ মনিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোবারক হোসেন মেম্বার, আশিকুর রহমান ভূঁইয়া, মোঃ মোবারক হোসেন, মোঃ রমিজ উদ্দিন, মোঃ শাহীন আল ইমরান, মোঃ কামাল হোসেন ও মোঃ খোরশেদ আলম এবং সদস্য হলেন মোঃ আবুল কাশেম কন্ট্রাকটর, মোঃ হারুন অর রশিদ চেয়ারম্যান, মোঃ আবুল হাসেম, মোঃ আব্দুস সামাদ সামু ও মোঃ আবু ইউসুফ সহ ৪১ জন।
সূত্রে আরও জানা যায়, আগামী দুই মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা কমিটি বরাবর জমা দেয়ার নির্দেশ দেয়ার জন্য নবগঠিত আহবায়ক কমিটিকে হয়েছে।