শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

রায়গঞ্জে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মোমিন পাঠান।

জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, (কাল্ব) রাজশাহী বরেন্দ্র চলন খ অঞ্চলের পরিচালক ওয়াজেদ আলী খাঁন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাল্ব পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের সহকারী জেলা ব্যবস্থাপক কোরবান আলী, উল্লাপাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ইউসূফ আলী মন্টু, কামারখন্দ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সলঙ্গা থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম, তাড়াশ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল হক, ঘুড়কা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিরাজগঞ্জ সদর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর পোদ্দার, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ রতন সহ আরো অনেকে।

আলোচনা সভাশেষে সর্বোচ্চ সঞ্চয় জমাকারী, আমানত জমাকারী ও প্রত্যেক মাসে সর্ব প্রথম ঋণের কিস্তি জমাকরীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

পরে রায়গঞ্জ উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের আয়-ব্যয় হিসাব তুলে ধরা হয়।সেই সাথে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।র‌্যাফেল ড্র এর মাধ্যমে সমিতির ২০ জন সদস্য কে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x