আত্রাইয়ে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

- আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদার করণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে ছিলে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মৌসুমী খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসিএইচ) প্রোগ্রাম ম্যানেজার মাতৃস্বাস্থ্য ডা. জাহাঙ্গীর আলম, নওগাঁ প.প. অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আজিম, উপজেলা প্যানেল চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু প্রমুখ।