শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় লরি চালক নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাঙ্গিনাপাড় এলাকায় ইটভর্তি লরি খাদে পড়ে রনি আহমেদ তানভির (১৯) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রনি আহমেদ তানভির উপজেলার গাজিরভিটা ইউনিয়নের শিমূলকুচি গ্রামের আবদুর রশিদ এর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জনান, বিকেলে উপজেলার ধারা থেকে হালুয়াঘাট পৌর শহরের দিকে লরিটি যাচ্ছিলো।গাঙ্গিনাপাড় ব্রীজ পাড় হয়েই লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ডুবায় পড়ে যান।এ সময় তিনি লরির চাকার নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসেন।

মহাসড়ক থেকে অনেক নিচে ও ডুবায় পানি ও কাঁদা থাকায় ফায়ার সার্ভিসের লিডার মো. ইাসির উদ্দিনের নেতৃত্বে ও ফায়ার ফাইটার মো. শাহজাহান মিয়ার ৩০ মিনিটের ঐকান্তিক প্রচেষ্টায় লরি থেকে ইট সরিয়ে মৃত অবস্থায় চালক রনি আহমেদ তানভিরকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে লাশ উদ্ধার করা হয়েছে।বর্তমানে লাশ থানায় রয়েছে।এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =


অফিসিয়াল ফেসবুক পেজ

x