রংপুর-১ আসন : বেতগাড়ি ইউনিয়নে নৌকার পক্ষে গনসংযোগ

- আপডেট সময় : ১০:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগড়ি ইউনিয়নে নৌকার পক্ষে গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২১ মে) দিনব্যাপী উপজেলার বেতগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গনসংযোগ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
গনসংযোগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে রংপুর আসনের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু কে নৌকার প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে নৌকা মার্কায় পক্ষে আগামী নির্বাচনে ভোট চান নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, রংপুর ১ আসনে দীর্ঘ দিন থেকে সরকার দলীয় ও স্থানীয় প্রার্থী না থাকায় এবার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকা মার্কার প্রার্থী দেয়ার দাবি তুলেছেন।