শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

চাঁপাইনবাবগঞ্জে করোনায় বন্ধ ৫ জোড়া ট্রেন চালুর দাবি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) করোনাকালীন সময়ে বন্ধ হওয়া পাঁচ জোড়া ট্রেন চালু, বনলতা এক্সপ্রেসে আসন বৃদ্ধি ও মেডিকেল কলেজ স্থাপনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।

রোববার (২১ মে) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে জাসদ নেতারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দরের আধুনিকায়ন করতে হবে।আন্তঃদেশীয় অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তুলতে হবে।

জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, করোনাকালীন পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঁচ জোড়া ট্রেন বন্ধ হয়।পরিস্থিতি স্বাভাবিক হলে গত দুই বছর ধরে এখনও ট্রেনগুলো বন্ধ রয়েছে।আগামী এক বছরেও নাকি ট্রেনগুলো চালু হবে না।এতে ভোগান্তিতে পড়েছেন জেলা থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী যাত্রীরা।

জাসদের জেলা সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম-সম্পাদক কামরুল হক বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =


অফিসিয়াল ফেসবুক পেজ

x