বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ছাত্রলীগ নেতা লিপন রায়ে’র লাল ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম প্রান্ত [স্টাফ রিপোর্টার]
আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে রক্ত দানের মাধ্যমে লাল ভালোবাসায় রাঙিয়ে দিলেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি লিপন রায়।
আজ রবিবার (২১শে মে) সকালে উপজেলার হেলথ এন্ড মেডিকেয়ারে এক সিজারের রোগীর জন্য ৩য় বারের মত রক্ত দান করেন।
লিপন রায় বলেন, কোনো মানুষ যেন রক্তের জন্য মারা না যায় সেজন্য সব সময় নিজ থেকে সর্বোচ্চ চেষ্টা করি। নিজে না দিতে পারলেও অন্যদেরকে বলে রক্তের জোগান দিয়ে থাকি।
এসময় তিনি আরও বলেন, সকলেরই উচিত রক্তদানে এগিয়ে আসা।আমাদের সকলের শপথ হওয়া উচিত; নিজের রক্তে বাঁচাবো মোরা অন্যের প্রাণ।তাই আমি আশা করছি রক্তদানে ভয় না পেয়ে সবাই মুমূর্ষ অসহায় মানুষগুলোর জীবন রক্ষায় নিজের রক্ত দিয়ে পাশে দাঁড়াবে।এটি সত্যিই একটা মহান কাজ।