সারিয়াকান্দিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

- আপডেট সময় : ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

বগুড়া সারিয়াকান্দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু।
উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ প্রিন্সের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, আব্দুল হামিদ সরদার, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।