সারিয়াকান্দিতে শুভ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে

বগুড়া সারিয়াকান্দিতে কালের কন্ঠ শুভ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে সারিয়াকান্দি উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে কেক কর্তন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপজেলা সভাপতি সুজিত সাগরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিউর রহমান মতি।
সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক এস এম সুলতানুজ্জামান সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শুভ সংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, সহ সভাপতি গৌতম দত্ত, দপ্তর সম্পাদক কামরুন নাহার কেমি, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, কাউন্সিলর বজলুর রশিদ, আব্দুর রশিদ, উদীচী সারিয়াকান্দি শাখার সাধারণ সম্পাদক সাহাদত জামান, উপজেলা শুভ সংঘের যুগ্ম সম্পাদক আছালত জামান, সাংগঠনিক সম্পাদক পাভেল মিয়া, কোষাধ্যক্ষ সম্পাদক রনি মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পরশ মনি, কার্যকরি সদস্য মিনহাজ উদ্দিন, রজ্জু মিয়া প্রমুখ।