জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসা. ইয়াসমিন আক্তার সারমিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. দেলোয়ার হোসেন আলোচনা করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো সারোয়ার হোসাইন।