গতকাল শনিবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ডের সারিয়াকান্দি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরিফুল রহমান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলা সভাপতি আখতার উল আলম শাহীন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলার সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি রুবেল ইসলাম, নাছিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিউল হক সুমন, সহ সাংগঠনিক সম্পাদক রোকসান হাফিজ সুমন, দপ্তর সম্পাদক খালেকুন্নাহার পলি, বিশু মিয়া, আল আমিন, ছানোয়ার পারভেজ প্রমুখ।
আলোচনা শেষে আরিফুর রহমান আরিফকে আহ্বায়ক এবং দূর্জয় মাহমুদ ওয়াশিম হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ডের সারিয়াকান্দি উপজেলা কমিটি গঠন করা হয়।