শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন ও ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান

শার্শার বাগআঁচড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে দু”দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ও মঙ্গলবার (২০, ২১ মার্চ) দুই দিন ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসূচীতে প্রথম দিন ছিলো-প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের অভ্যর্থনা ও আসন গ্রহন, সকাল ৮ টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা ও ক্রীড়া অনুষ্ঠান প্রতিযোগিতা।

দ্বিতীয় দিনে-উদ্বোধনী ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি।

দ্বিতীয় দিন (মঙ্গলবার) পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাগআঁচড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহম্মেদের সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক।

এ সময় ইন্জিনিয়ার মামুন খান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু জোবায়ের আহম্মেদ কামাল, সহকারী শিক্ষক মনির উদ্দিন আহম্মেদ মনির, শরিফুল ইসলাম গীতা রানী, তসনি আরা, নিগার সুলতানা, ফাতেমা খাতুন, শাহরিয়ার, কাসেম আলী, জাহাঙ্গীর আলম, শহিদু্জ্জামান, মোক্তার হোসেন, স্কাউট শিক্ষক রজব আলী সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক- শিক্ষিকা সুধীজন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + five =


অফিসিয়াল ফেসবুক পেজ

x