সড়ক পরিবহন শ্রমিক লীগের অর্থ সম্পাদক আশরাফ আলীর পিতার মৃত্যুতে শোক

- আপডেট সময় : ০৮:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের অর্থ সম্পাদক আশরাফ আলী এর পিতা শাহাজান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শাহাজান আলী এর জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা শাহ্ মখদুম থানার মোড় সংলগ্ন বাংলাদেশ ব্যাংক মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান ফরহাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল রানা টিটু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি হাসিবুল ইসলাম রজন, সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ।