ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছায় রক্তদান সংস্থা ‘রক্তিমা’র নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফকে সভাপতি এবং টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেফায়েত উল্লাহ তুষারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৩ই মার্চ) সংগঠন থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলো, সহ-সভাপতি সিরাজুম মনিরা ও রাকিব হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক রোহিনী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মসিউর রহমান ও দপ্তর সম্পাদক আজিজা আনজুম।
উল্লেখ্য, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ এই স্লোগানে ২০১৭ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।প্রতিষ্ঠার পর থেকে অসুস্থ ও অসহায় ব্যাক্তিদের স্বেচ্ছায় রক্ত দানসহ বিভিন্ন সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।