রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আমার কোন চাওয়া পাওয়া নেই,মানুষের জন্য কিছু করতে চাই:ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাগমারায় কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য বাছাই রাজশাহী শিক্ষা বোর্ডে দীর্ঘ প্রতীক্ষিত লিফট উদ্বোধন বাগমারাবাসীর সেবা করে যেতে চাই-এমপি আবুল কালাম আজাদ প্রচন্ড দাবদাহে পথচারী ও শ্রমজীবীদের মধ্যে হাতীবান্ধায় শরবত বিতরণ কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছালাম মৃধার উঠান বৈঠকে জনতার ঢল নিজেই এখন গরম ও লোডশেডিং চলচ্চিত্র শিল্পী সমিতির দুঃখ প্রকাশ,দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীর বিদায়, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর সভার জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীণ বরন ও অভিভাবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ রবিবার বেলা ১১ টার সময় জামগ্রাম উচ্চ বিদ্যালয় চত্বরে সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির এর উপস্থাপনায় ও জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিএম গুলবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজশাহী (বাগমারা-৪) আসনের মনোনয়ন প্রত্যাশি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এস.এম জিয়াউদ্দিন টিপু, সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শওকত ইসলাম মোল্লা, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলি, তাহেরপুর ডিগ্রি কলেজ এর প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি জিলালুর রহমান, এএসআই রাশেদ, তাহেরপুর ডিগ্রি কলেজ এর সিনিয়র প্রভাষক মোঃ আবু বকর সিদ্দিক সহ জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ।

জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত।আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে।দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে।তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্র/ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =


অফিসিয়াল ফেসবুক পেজ

x