ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে সংগঠনের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় সংগঠনটির সহ-সভাপতি তন্ময় শাহা টনি, বনি আমিন, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, নাইমুর রহমান জয় এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে দলীয় টেন্টে সমবেত হয় সংগঠনের নেতাকর্মীরা।পরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত আনন্দ র্যালিতে অংশগ্রহণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।