রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা সারিয়াকান্দির সেই মেধাবী ছাত্র সাকিবুল হাসানের দায়িত্ব নিলেন সাহাদারা মান্নান এমপি সারিয়াকান্দিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সাকিবুল হাসানের সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন সারিয়াকান্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত সারিয়াকান্দিতে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ওরিয়েন্টেশন জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সাংবাদিকরা যেভাবে উদ্ধার করল অমূল্য পুরাকীর্তি

রাজধানীর দক্ষিণখান থেকে মহামূল্যবান পুরাকীর্তি উদ্ধার করেছে স্থানীয় কয়েকজন সাংবাদিক।মঙ্গলবার রাত ১০ টার দিকে নির্মাণাধীন একটি বাড়ি থেকে এটি উদ্ধার করে পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থা (এসবি)-এর মাধ্যমে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়

দক্ষিণখানের মধ্য গাওয়াইর এলাকায় ভবন তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে মেলে কুচকুচে কালো রঙের একটি গণেশ মূর্তি।বাড়ির মালিক এটি দেখে ভয়ে হতভম্ব হয়ে পড়েন এবং এটি অন্যত্র সরিয়ে ফেলেন।

এমন বিষয়টি জানতে পেরে গতকাল রাত ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সাংবাদিকরা।এলাকায় অনুসন্ধান করে খুঁজে বের করেন বাড়ির মালিককে।সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তাদের কাছে শিকার করেন এবং এটি উদ্ধারে সাংবাদিকদের সহায়তা করেন।

এসময় সাংবাদিকরা দক্ষিণখান থানা পুলিশকে বিষয়টি অবহিত করলেও কোনো রকম সহায়তা না করায় বাধ্য হয়ে যোগাযোগ করা হয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) উত্তরা জোনের উপপরিদর্শক শেখ মো. রাসেলের সাথে।

তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা এডিশনাল এসপি এহসানুজ্জামানকে সাথে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ ও সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে ঘটনাস্থলে পৌঁছান রাত আনুমানিক ১টার দিকে।তারা বিষয়টি প্রত্নতাত্ত্বিক নিশ্চিত হওয়ার পরে দক্ষিণখান থানা পুলিশকে জানালে থানার উপ-পরিদর্শক এসআই মোতালেবের নিকট রাত আনুমানিক ৩টার দিকে মূল্যবান এই কষ্টি পাথরের গণেশ মূর্তিটি হস্তান্তর করা হয়।

রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় দৈনিক খোলা কাগজের প্রতিবেদক মাহফুজুল আলম খোকন, দৈনিক যুগান্তরের প্রতিবেদক সাইফুন নূর শুভ, বার্তা বাজারের প্রতিবেদক তানজিম মাহমুদ তনু, দৈনিক গণজাগরণের প্রতিবেদক যোবায়ের হোসাইন।

মূর্তিটি স্থানীয় স্বর্ণকার পরীক্ষা করে এটি কষ্টি পাথর বলে শনাক্ত করেন।রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের জন্য সাংবাদিকদের প্রশংসা করেন দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 19 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x