মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি নির্বাচিত হয়ে ,মানুষের পাশে থেকে কাজ করতে চাই: ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী সারিয়াকান্দিতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাবা মায়ের স্বপ্ন পূরন করা হলো না এনজিও কর্মী সঞ্জয়ের সারিয়াকান্দি উপজেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও আশিক রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ রাজশাহীতে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্গাপুরে প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন মোহনপুরে মদ্যপান অবস্থায় বাইক আরোহী নিহত,আহত ২
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সারিয়াকান্দিতে সাড়াশি অভিযানে বিস্ফোরক মামলার আসামিসহ গ্রেফতার ১৩

বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় সারাশী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ৩ জন মাদক কারবারি, যাদের নিকট থেকে ১৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ, একজনকে বার্মিজ চাকুসহ এবং ২ জনকে গ্রেফতারী পরোয়ানা মূলে আটক করা হয়েছে।অপর ৭ জনকে বিস্ফোরক দ্রব্য মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ পিস টাপেন্টাডল নেশা জাতীয় ট্যাবলেটসহ মাদক কারবারি উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের আলম শেখের ছেলে ওয়াহাব মিয়া (২৬), কুতুবপুর ইউনিয়নের জোড়গাছা নতুন পাড়া গ্রামের মুকুল প্রামানিকের ছেলে বাবু ইসলাম (২০), পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের মৃত আব্দুল আলিম ছেলে বাপ্পি মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়েছে।

একই দিনে ধনুট উপজেলার বরিয়া উত্তর পাড়া গ্রামের রব্বানী ইসলামের ছেলে সাগর ইসলাম (১৯) কে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে গত বছরের ২৪ নভেম্বর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি উপজেলার পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের মুন্জিল প্রাং এর ছেলে আব্দুল হান্নান হিটলার (২৭), বাড়ইপাড়া গ্রামের মফা প্রাং এর ছেলে মেহেদী হাসান মুরাদ (২৩), কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের মৃত কছির প্রাং এর ছেলে রেজাউল করিম ঠান্ডু, কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর পূর্ব পাড়া গ্রামের জহুরুল হকের ছেলে মাহবুবুর রহমান (৩৫), কুতুবপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত সরাফত আলী আকন্দের ছেলে আসাদুল ইসলাম আকন্দ (৫৩), ফুলবাড়ী ইউনিয়নের চর হরিনা গ্রামের মৃত টুকু মোল্লার ছেলে তুলু মোল্লা (৫২), মৃত গেদা প্রাং এর ছেলে মাহিন প্রাং (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারী পরোয়ানা মূলে সোনাতলা উপজেলার সুখানপুকুর তেলীহাটা গ্রামের মিজানুর রহমান মিঠুর ছেলে বোরহান উদ্দিন (১৯) ও দুলু মিয়ার ছেলে লিমন মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীদের বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =


অফিসিয়াল ফেসবুক পেজ

x